নির্বাচনী আবহে ফের সরগরম রাজনীতির আবহ। ভোটের মাঝেই নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।” তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। এবার এর জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর পালটা দিলেন। “ওঁর এই মন্তব্যের অর্থ আমি ঠিক বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি”, বৃহস্পতিবার বউবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে জানান মমতা।
প্রসঙ্গত, আগামী ১লা জুন রাজ্যের নটি কেন্দ্রের মধ্যে লোকসভা ভোট হবে কলকাতা উত্তর কেন্দ্রে। এখান থেকে শাসকদল তৃণমূলের প্রার্থী বেশ কয়েকবারের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়বাজারে নির্বাচনী জনসভা থেকে তিনি সুদীপের ভূয়সী প্রশংসা করলেন তিনি। তাঁর জেলযাত্রা নিয়ে মমতার স্পষ্ট বক্তব্য, “সুদীপদাকে শুধু শুধু জেলে ভরে রেখেছিল। কোনও কারণ ছিল না। তাঁর নামে এত খারাপ খারাপ কথা বলেছে! কিন্তু কী লাভ হল? সুদীপদা নিজের জনপ্রিয়তায় সাংসদ হয়েছেন। আগামী দিনে সুদীপদা আর ভোটে দাঁড়াবেন কিনা জানি না, তাই বলছি, এবার আপনারা সুদীপদাকে ভোট দেবেন। কারণ, তিনি প্রথমদিন থেকে উত্তর কলকাতার এই মাটিকে ভালোবেসে রাজনীতির লডা়ইটা করেছেন।” শোনা যাচ্ছে, তাপস রায়ের সমর্থনে আগামী ২৮ তারিখ কলকাতা উত্তরে রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদী। তার পরেরদিন দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করতে চলেছেন মিছিল করবেন খোদ তৃণমূল সুপ্রিমো।