শনিবার ষষ্ঠ দফায় ভোট রাজ্যের ৮ আসনে। যার মধ্যে অন্যতম ২ কেন্দ্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক। নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই আট আসনে ভোটের জন্য মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি প্রায় ২৯ হাজার ৫২৪ রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে অন্যান্য জায়গায় যেখানে দুই থেকে ছয় হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকছে, সেখানে শুভেন্দু অধিকারীর জেলায় রাজ্য পুলিশ থাকছে মাত্র ৭১৪ জন।
কমিশনের হিসাব অনুযায়ী শনিবারের ভোটে আটটি আসনের জন্য মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী ও রাজ্য পুলিশ বাহিনী থাকছে ২৯ হাজার ৪২৮।কিন্তু প্রশ্ন উঠছে এই দফায় পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসনের জন্য এত কম সংখ্যক রাজ্য পুলিস মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে। যদিও এই দুই কেন্দ্রের জন্য মোট ২৩৭ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী মোতায়েন থাকছে তবে রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে মাত্র ৭১৪ জন। এই দফাতেই বাঁকুড়া জেলার দুটি আসনের (বাঁকুড়া ও বিষ্ণুপুর) জন্য মোতায়েন কেন্দ্রিয় বাহিনী ও রাজ্য পুলিশের সংখ্যা হল যথাক্রমে ১৭৮ কোম্পানি ও ৬৫২১ জন।
আবার, ঝাড়গ্রাম জেলার জন্য কেন্দ্রিয় বাহিনী থাকছে ১৩৩ কোম্পানি ও রাজ্য পুলিশ মোতায়েন থাকছে ২৪৩৬ জন। পশ্চিম মেদিনীপুর জেলায় কেন্দ্রিয় বাহিনী থাকছে ২১৮ কোম্পানি ও রাজ্য পুলিস থাকছে ৬,৯০১ জন। পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রিয় বাহিনীর পাশাপাশি ৭,৪৩২ জন রাজ্য পুলিস থাকছে শনিবার। এছাড়া পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী ও ৫,৪৬৪ জন রাজ্য পুলিশের কর্মী মোতায়েন থাকবে। পুরোটাই কমিশনের দেওয়া তথ্য।