এর আগে বেলঘরিয়ার সভামঞ্চ থেকে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সাদা চুল কালো করার নিদান দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার রেশ কাটতে না কাটতেই বিরোধী প্রার্থীর সাদা চুল নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে এবার কটাক্ষ করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি বলেন৷ কার্বাইড দিয়ে চুল পাকিয়ে জ্ঞানের কথা বলছেন সিপিএম প্রার্থী।
সোমবার সৌগত এবং বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বরানগর আলমবাজারে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সৌগত বলেন, ‘আমি সিপিএমকে নিয়ে আলোচনা করতে চাই না। একসময় ওরা বরানগরে খুব কর্তৃত্ব করত। এখন মায়ের ভোগে গিয়েছে। একটা সিটও ওদের বিধানসভাতে নেই, লোকসভাতেও নেই।’ এর পরই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে তার কটাক্ষ, ‘ওদের সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে। কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে।’