এবার বিজেপি প্রার্থীদের দিয়ে বাড়ির শৌচালয় পরিষ্কার করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার শোলতোড়ায় সভা করেন তিনি। সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের সেনাপতির নিদান, বিজেপির প্রার্থীদের দিয়ে বাড়ির কাজ করিয়ে নিন। তবে ভোটটা দেবেন না।
প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে নিরাপত্তরক্ষীর জুতো পরিষ্কার করেছিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। ভোট চাইতে গিয়ে ভোটারের পিঠে সাবান মাখিয়ে স্নানও করিয়ে দিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন সেই বিষয়টিকেই নিশানা করেন অভিষেক। তাঁর কথায়, ‘পাঁচ বছরে ৫ সপ্তাহ সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রে দেননি। এখন ভোট এসেছে তাই জুতো পরিষ্কার করছে। সাবান মাখিয়ে দিচ্ছে।’ এর পরই অভিষেকের পরামর্শ, ‘আমি মায়েদের বলব, শৌচালয় পরিষ্কার করিয়ে নেবেন। দরকার হলে ডেকে বাসনটাও মাজিয়ে নিন।’