নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেই কি সংবিধানের বদল? সংরক্ষণ বাতিল? রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের শীর্ষনেতাদের মুখে বারবার এই দাবি শোনা গিয়েছে। আদৌ যদি এনডিএ সরকার ফের একবার দিল্লির মসনদে বসে তাহলে কী কী পরিবর্তন হতে পারে দেশে? এই নিয়ে এবার আতঙ্কের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের।
রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি, প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে মোদী ৩.০ সরকার। শুধু তাই নয়, এনডিএ ফের একবার ক্ষমতায় এলে পেট্রল এবং ডিজেল চলে আসবে জিএসটি-র আওতায়। পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তনও হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের।
একদা ভোটকুশলীর কথায়, ‘মোদী ফের একবার প্রধানমন্ত্রী পদে বসলে ক্ষমতা এবং সম্পদ আরও বেশি কেন্দ্রের অধীনস্থ থাকবে। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যগুলির অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনা হতে পারে।’
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভোটকুশলী ছিলেন এই প্রশান্ত কিশোর। ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সেই পিকেই নরেন্দ্র মোদীর দলের নানা সমালোচনার দিক তুলে ধরছেন। তাঁর বক্তব্য, ‘বর্তমানে দেশের প্রতিটি রাজ্যের হাতে তিনভাবে আয়ের রাস্তা রয়েছে। পেট্রলিয়াম, আবগারি এবং জমি। আমি অবাক হব না যদি তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার পেট্রলিয়ামকেও GST-র আওতায় নিয়ে আসে।’