রবিবার জোরকদমে প্রচার সারলেন কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কন্যাশ্রী-রূপশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যের তিন জনপ্রিয় প্রকল্প নিয়ে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলছে তৃণমূল। রবিবার সকালে কলেজ স্ট্রিটের মির্জাপুরে প্রচারে যান সুদীপ। দয়াময়ী কালী মন্দিরে পুজো দিয়ে অটোতে অলিগলিতে জনসংযোগ সারেন তিনি।
পাশপাশি, মির্জাপুর এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন সুদীপ। প্রার্থীকে দেখতে বাড়ির বারান্দায় ভিড় জমান বাসিন্দারা। হেঁটেও জনসংযোগ করেন সুদীপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আর্জি জানান সুদীপ। তাঁর সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুপর্ণা দত্ত। বেলুন, পতাকা, সরকারি প্রকল্পগুলির কাট আউট, মহিলা ঢাকিরা সঙ্গী ছিলেন সুদীপের।