নন্দীগ্রামের সময় বার বার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ। আরও টাকা চায়। প্রোটেকশন চায় এরা মদ খেয়ে পেট্রোল বোমা নিয়ে দাঁড়িয়ে ছিল, যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে। শুভেন্দুর পাল্টা এদিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘‘আজকের রাজ্যপালের কথা বলব না, রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে।’’ এই প্রসঙ্গে গোপালকৃষ্ণের কথা তোলেন। বলেন, ‘‘তিনি বার্তা দেন। তুমি সরে যাও। ওরা পেট্রোল বোমা মেরে দেবে। পুলিশ কিছু করতে পারবে না। এখনকার অপদার্থের মতো নয়। এখন আপনারা অনেক ভাল রয়েছেন।’’
মমতা বলেন, ‘‘কত কান েকটেছ, চোখ উড়িয়ে নিয়েছ? দেবের এলাকা দাসপুরে গেছিলাম। আামাদের হয়ে দেওয়াল লিখেছিল বলে চোখ উপড়ে নিয়েছিল। কেশপুর? আমি গেছি জলপাইগুড়িতে। কেশপুরে সাত জনকে এক সঙ্গে মারল। আমাকে ফোন করল। আপনি না এলে দেহ কবর দেব না। আমি উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে কেশপুরে এলাম। সব জানি।’’