সোমবার দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। বাংলার সাত কেন্দ্রেও হচ্ছে ভোট। আর এই আবহেই বিতর্কের কেন্দ্রে ইভিএম। বিভিন্ন বুথগুলিতে সকাল থেকেই ইভিএমে সমস্যা হচ্ছে। ভোটগ্রহণ চলাকালীন বিকল হয়ে পড়ছে ইভিএম। ভোটকর্মীরা সারিয়ে দিলেও মাঝে মাঝেই বিকল হয়ে পড়ছে সেগুলি।
উল্লেখ্য, হুগলির আরামবাগের রবীন্দ্রভবনের ১১৩ নম্বর বুথে এর মাঝেই অভিযোগ, সেখানকার ইভিএমটিতে তৃণমূলের প্রতীকে ভোট দিলে পড়ছে বিজেপিতে। স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ ভোটাররাও।