বিক্ষিপ্ত অশান্তি হাওড়া সদরে। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর অভিযোগ ঘিরে তেতে উঠল লিলুয়া। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘক্ষণ মকপোলের পাল্টা নালিশ জানিয়েছে তৃণমূল।
সোমবার সকালে লিলুয়ার ভারতীয় স্কুলের ১৭৬ নম্বর বুথে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, শাসকদলের লোকজন তাঁকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য করে। খবর পেয়েই বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে সামনে পেয়ে প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান। রথীন চক্রবর্তীর তত্ত্বাবধানে আবার ভোট প্রক্রিয়া শুরুর চেষ্টা হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ শাসকদলের নেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ, রথীন ভোটপ্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতেই তাঁর সঙ্গে বচসা বাঁধে তৃণমূলের। প্রায় হাতাহাতি হওয়ার মতো অবস্থা হয়। তৃণমূলের পাল্টা দাবি, রথীন তাঁর সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকে দীর্ঘক্ষণ ধরে মকপোল করিয়েছেন। রথীনের দাবি দু’ঘণ্টা হয়ে গেলেও ইচ্ছাকৃত ভোট চালু করা হয়নি। প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে। এরপর দীর্ঘক্ষণ ভোট কেন্দ্রে বসে থাকেন রথীন।
পঞ্চম দফায় সোমবার ভোট গ্রহণ করা হচ্ছে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূলের প্রার্থী তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট চিকিৎসক রথীন চক্রবর্তীর লড়াই তারই বিরুদ্ধে।