তৃতীয় দফায় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরছেন না বলে নিশ্চিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী পারাকালা প্রভাকর। চলতি লোকসভা ভোটে বিজেপি ২০০ থেকে ২২০ আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এমনকি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে মোদীর হাতে হাতকড়া জুটতে পারে বলেও ইঙ্গিত করেছেন। খোদ দেশের অর্থমন্ত্রীর স্বামীর এমন মন্তব্যে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
গত কয়েক মাস ধরেই দেশের আমজনতাকে তৃতীয়বার বিজেপিকে ক্ষমতায় না ফেরানোর জন্য আর্জি জানিয়ে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর।
দেশের আম নাগরিককে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘তৃতীয়বার মোদির ক্ষমতায় ফিরে আসার কুফল ভুগতে হবে গোটা দেশবাসীকে। গণতন্ত্র বলে আর কিছু আবশিষ্ট থাকবে না। গোটা দেশের হাল মণিপুর ও লাদাখের মতো হয়ে উঠবে।’ শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী হিসাবেও আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী।
সাংবাদিক করণ থাপারকে দেওয়া সাক্ষাৎকারে পারাকালা প্রভাকর দাবি করেছেন, ‘লোকসভা ভোটে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না এনডিএ। সর্বাধিক ২৫৫-২৬০ আসন পেতে পারে এনডিএ। বিজেপি একা পেতে পারে ২০০ থেকে ২২০ আসন। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পারলে এনডিএ’র অনেক শরিক দলই বিজেপির সঙ্গ ছেড়ে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলাতে পারে।’
এনডিএ’র শরিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নির্মলার স্বামী বলেছেন, ‘এনডিএ’র শরিক হিসাবে যে দলগুলি রয়েছে তাদের সঙ্গে বিজেপির মতাদর্শগত মিল নেই। শুধুমাত্র এক চুক্তির ভিত্তিতে এনডিএ’তে সামিল হয়েছে টিডিপি-সহ বিভিন্ন ছোট দলগুলি।’ বিজেপির ফের ক্ষমতায় না ফিরে আসার বিষয়ে নিশ্চিত প্রভাকরের দাবি, ‘উত্তর ভারতে গতবার বিজেপি যত আসন পেয়েছিল তার চেয়ে ৮০ থেকে ৯০টি আসন কম পাবে।’ ক্ষমতা হাতছাড়া হলে বিজেপি নেতাদের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কী হবে জানতে চাওয়া হলে নির্মলার স্বামী বলেন, ‘এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। কিন্তরু ইতিহাস বলছে, বিভিন্ন দেশের স্বৈরাচারী শাসকের ভাগ্যে হয় হাতকড়া জুটেছে, না হলে কফিন।’