চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম চার দফার ভোটগ্রহণ পর্ব। প্রচারও চলছে জোরকদমে। আর তাতে অংশ নিচ্ছেন ঢাকিরাও। ফলত ভোটের মরশুমে বাড়তি রোজগার হচ্ছে মহিলা ঢাকিদের। প্রচারের জন্য রাজনৈতিক দলগুলি বায়না দেয়। তাই ভোটের মরশুমে বাড়তি আয় করতে পারছেন ঢাকিরা।
প্রায় রোজই রকমারি পতাকায় ঢাক সাজিয়ে দল বেঁধে চলে যাচ্ছেন ঢাকিরা। মহিলা ঢাকিরাও পা মেলান মিছিলে। সুর বেঁধে দেন প্রচারের। বিনিময়ে জুটছে পারিশ্রমিক। তাঁদের দেখতে জমছে ভিড়ও। পাশাপাশি আসছেন নৃত্য শিল্পীরাও। ফলত রোজগারের সমস্যা মিটেছে অনেকটাই।