আপাতত বৃষ্টির ইনিংসে পড়তে চলেছে ইতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকেই চড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। চলতি সপ্তাহে কয়েক দিনের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলত শীঘ্রই ফের পারদের কাঁটা ৪০ ডিগ্রি সেলসিয়াসের অঙ্ক ছুঁতে পারে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোবে। সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে বাড়বে গরম ও অস্বস্তি। উপকূলের কয়েকটি জেলাতে সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বর্ষণ হতে পারে। কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। বেলা বাড়লে বাড়বে রোদের প্রখরতা। বাতাসে দলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে।
পাশাপাশি, বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই তাপমাত্রা ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে প্রায় কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়তে পারে। কমপক্ষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।