ভোটের মুখে রাজ্যে রাজ্যে কংগ্রেস-সহ বিরোধী শিবিরে ভাঙন ধরানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে বিরোধী শিবিরে ভাঙন ধরানো হচ্ছে। এমন পরিস্থিতিতে লোকসভা ভোটের মধ্যে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ঝাড়খণ্ডের হাজারিবাগের বিদায়ী বিজেপি সাংসদ আশির সিনহা।
আশির আরও একটি পরিচয় রয়েছে। তিনি মোদীর মন্ত্রিসভার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার পুত্র এবং অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার বিদেশ এবং অর্থমন্ত্রী যশবন্ত সিনহার নাতি!
আগামী ২০ মে পঞ্চম দফায় হাজারিবাগ লোকসভা আসনে ভোট হবে। তার আগে মঙ্গলবার আশির কংগ্রেসে যোগদানের ঘটনায় সে রাজ্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। শুধু কংগ্রেসে যোগদান করা নয়, শিবির বদলেই হাজারিবাগে কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ ভাই পটেলের প্রতি সমর্থনে প্রচারেও নেমে পড়েছেন যশবন্ত সিনহার নাতি!
প্রসঙ্গত, কংগ্রেসের টিকিটে এবারে হাজারিবাগে লড়াই করা জয়প্রকাশ গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হাজারিবাগের মাণ্ডু কেন্দ্র থেকে জিতেছিলেন। গত মার্চে বিধায়ক পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি।
উল্লেখ্য, একদা বিজেপিতে কোনঠাসা হয়ে ২০১৮ সালে বিজেপি ছাড়ার পর তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিয়েছিলেন যশবন্ত। তৃণমূল তাঁকে ২০২২ সালে রাষ্ট্রপতি আসনে প্রার্থীও করেছিল। দ্রৌপদ্রী মুর্মুর কাছে পরাজয়ের পর বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে দল ভাঙনের অভিযোগও এনেছিলেন যশবন্ত।