এবার নিয়োগ দুর্নীতিতে রাজ্যের তৃণমূল নেতাদের তোপ দাগতে গিয়ে বনগাঁর সভায় একের পর এক নামবিভ্রাট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর! তিনি একের পর এমন নাম বলে বসলেন, যারা হয় বেঁচে নেই, নয় এই মামলায় জড়িত নন, নতুবা অস্তিত্বহীন। যেমন শাহর ভাষণে, কুন্তল ঘোষ হয়ে গেলেন কুণাল ঘোষ। তাপস মণ্ডল হলেন তাপস পাল। দলপতি হয়ে গেলেন কুলপতি!
প্রসঙ্গত, মঙ্গলবার বনগাঁয় সভা করেন শাহ। সেখানেই তিনি বলে বসেন, ‘এই অনুব্রত মণ্ডল, এই কুণাল ঘোষ তাপস পাল, কে এক কুলপতি, এরা সব কেউ নিয়োগ দুর্নীতির মামলা, কেউ গরু পাচার মামলা, কেউ কয়লা পাচার মামলায় জেলে গিয়েছেন।’ ঘটনাচক্রে শাহ যাঁদের নাম বলেছেন তাঁদের মধ্যে অনুব্রত ছাড়া বাকিরা কেউ এই দুর্নীতি মামলাগুলিতে অভিযুক্ত নন। কুণাল ঘোষ কোনও মামলায় অভিযুক্ত নন। সম্ভবত কুন্তল ঘোষ বলতে গিয়ে শাহ কুণাল ঘোষ বলেছেন।
আবার তাপস পাল প্রয়াত। সম্ভবত তাপস মণ্ডলের নাম বলতে গিয়ে তাপস পাল বলেছেন তিনি। আর গোপাল দলপতি নামের এক এজেন্টের নাম বলতে গিয়ে শাহ বলে ফেলেছেন, ‘কোনও এক কুলপতি।’ শাহের এই নামবিভ্রাটের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে পালটা কটাক্ষ করেছে তৃণমূল। এ নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘অমিত শাহের মাথায় সারা ক্ষণ আমার নামটা ঘুরছে, তাই বলে ফেলেছেন।’