মোদী জমানায় বরাবরই অতিসক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে ইডিকে। দিন-নেই-রাত-নেই বাড়িতে চড়াও হয় তারা। খেতে-শুতে-বসতে তারা এসে সংশ্লিষ্ট অভিযুক্তকে নানা অস্বস্তিতে বা সমস্যায় ফেলে দেয়। তদন্ত-সংক্রান্ত কাজকর্মের পাশাপাশি যেভাবে বা যে-ভঙ্গিতে ইডি তারা অপারেশন চালায়, তাও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার এ নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাল বছর চৌষট্টির এক ব্যবসায়ী। নাম রাম ইশরানি। তাঁকে ব্যাঙ্ক তছরুপের এক কেসে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
ইশরানি যে-ইস্যুতে অভিযোগ করেছেন সেটা হল, তাঁকে অড-আওয়ার্সে গ্রেফতার করা হয়েছে। এবার এ বিষয়ে ইডিকে যথেষ্ট কারণ দর্শাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষীকেশ রায় ও প্রশান্তকুমার মিশ্রের মিলিত বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইশরানির বলেছেন, গত বছরের ৭ ও ৮ অগস্ট তাঁকে ইডির অফিসে অপেক্ষায় বসিয়ে রাখা হয়েছিল। তাঁকে রাত সাড়ে দশটা থেকে ভোর তিনটে পর্যন্ত অপেক্ষা করিয়েছিল ইডি। প্রায় ২০ ঘণ্টা! এবং তার আরও কয়েক ঘণ্টা পরে সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি। তিনি আরও জানিয়েছিলেন, ওই ব্যবসায়ীকে কিন্তু সঙ্গে সঙ্গে কোনও ম্যাজিস্ট্রেটের কাছেও আনা হয়নি। কপিল সিব্বল-সহ বরিষ্ঠ সব বিচারকেরা তাঁকে অ্যাপেক্স কোর্টে হাজির করিয়েছিলেন।