দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ রাহুল গান্ধী বিয়ে করতে চলেছেন। সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলিতে নিজের কেন্দ্রে প্রচারে এসে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিজের মুখেই খোলসা করলেন বিয়ের কথা। এদিনের সভায় উপস্থিত রায়বরেলি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেত্রী বোন প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতিতেই রাহুল জনতাকে জানালেন, বিয়ে করতে চলেছেন তিনি।
রায়বরেলি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল এদিন নির্বাচনী সভার মতো ভাবগম্ভীর পরিবেশকে হালকা করে দেন একটি মন্তব্যে। জনতা তাঁর কাছে জানতে চায়, শাদি কব হোগি। অর্থাৎ আপনি বিয়ে করছেন কবে? রাহুলের সহাস্য জবাব, অব জলদি হি করনি পড়েগি।
মহারাজগঞ্জের সভায় রাহুল আরও বলেন, রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি মায়ের সঙ্গে বসেছিলাম। মাকে আমি বলেছিলাম, একটি ভিডিওতে আমি বলেছি, আমার দুই মা। একজন সোনিয়াজি অন্যজন ইন্দিরাজি। আমার মায়ের কথাটা শুনে পছন্দ হয়নি। কিন্তু আমি বোঝালাম, মা হলেন তিনি যিনি সন্তানকে সঠিক পথ দেখান এবং তাকে রক্ষা করেন। সনিয়া এবং ইন্দিরাজি আমাকে তাই করেছেন। এই রায়বরেলি হল আমার সেই দুই মায়ের কর্মভূমি। এই কারণেই আমি রায়বরেলি থেকে প্রার্থী হতে রাজি হয়েছি, বলেন রাহুল।
কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিজেপি-আরএসএস আমাদের সংবিধানকে শেষ করতে উঠেপড়ে লেগেছে। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির কথাও ভাষণে উল্লেখ করেন তিনি। ভাষণ চলাকালীনই দাদা রাহুল বোন প্রিয়ঙ্কাকে কাছে ডেকে নেন। বোনের গাল টিপে আদর করে তাঁর প্রশংসা করেন।