ফের বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী? তেমনটাই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি মে মাসের শেষদিকে রাজ্যের জেলায় জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, ২০শে মে’এর আশপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে নিম্নচাপটি শেষ পর্যন্ত কী হবে, বা তার গতিপ্রকৃতি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। এইসময়ে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির সাধারণত অন্ধ্র-উড়িষ্যা-পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে ধাবিত হয়।
উল্লেখ্য, এই মুহূর্তে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি গত কয়েকদিন ধরে বজায় আছে। গাঙ্গেয় বাংলার উপর জোড়া নিম্নচাপ অক্ষরেখা শুক্রবার অবস্থান করেছে। দুটি নিম্নচাপই দুটি ঘূর্ণাবর্ত থেকে বিস্তৃত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থানের উপর। অন্যটি রয়েছে উত্তর বিহার ও সংলগ্ন এলাকার উপর। এর পাশাপাশি বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় থাকার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। ফলে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সোমবার পর্যন্ত। তারপর পরিস্থিতির পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।