ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম তিন দফার ভোটগ্রহণ পর্ব। চতুর্থ দফার ভোটের বাকি নেই ২৪ ঘণ্টাও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও তোড়জোড়। তার আগেই ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি। এবার রানাঘাট লোকসভার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী ভাজনঘাট গ্রামে বোমা উদ্ধার হল! রবিবার সকালে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশ থেকে বস্তায় বন্দি বোমা পাওয়া যায়।
উক্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক গৃহবধূ বিজেপি নেতা দিবাকর রায়ের বাড়ির উঠোনে একটি মুখবন্ধ বস্তা দেখতে পান। সন্দেহ হতেই দিবাকর ও আশেপাশের লোকদের ডেকে আনেন। বস্তার মুখ খুলে তাঁরা দেখেন রয়েছে তাজা বোমা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ বোমা উদ্ধার করে। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।