প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যাঁর নেপথ্যে ছিলেন তিনি। এবার সেই বিজেপি নেতা দেবরাজে গৌড়ার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্তার অভিযোগ। ৩৬ বছর বয়সি এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, গত ১ এপ্রিলই ওই নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তা প্রকাশ্যে আসে। অবশেষে শুক্রবার বেঙ্গালুরু থেকে চিত্রদুর্গ যাওয়ার পথে তাঁকে আটক করেছে পুলিশ। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? অভিযোগ, এক ৩৬ বছরের মহিলাকে তাঁর সম্পত্তি বিক্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেবরাজে। আর সেই সুযোগে তাঁর শ্লীলতাহানি করেছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।