পুনে আসনের বিজেপি প্রার্থী মুরলীধর মোহোল তাঁর হলফনামায় জানিয়েছেন; তাঁর মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি ৩২ লক্ষ ৪৪ হাজার ৪৮৩ টাকা। গত পাঁচ বছরে ওই গেরুয়া প্রার্থীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২,১৬১ শতাংশ। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে প্রায় ১,৭১৭ জন প্রার্থী লড়াই করছেন। সম্পত্তি বৃদ্ধির তালিকায় শীর্ষে বিজেপি নেতা মোহোলের নাম।
দি ইনফরমেশন ভোটার প্রোজেক্টের রিপোর্ট বলছে, গত পাঁচ বছরে বিজেপি প্রার্থীদের সম্পত্তি সবচেয়ে বেশি গড়ে ৯৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এরপরই রয়েছে শিবসেনা (একনাথ শিবির)। তাঁদের প্রার্থীদের গড় সম্পদ বৃদ্ধির হার ৭৪ শতাংশ।
গত চার বছরে গড়ে দেশের আম জনতার সম্পত্তি বৃদ্ধি ০.৭ শতাংশ। এনডিএ প্রার্থীদের সম্পত্তি সাধারণ মানুষের চেয়ে গড়ে ২৬ শতাংশ বেশি বেড়েছে। দলের সদস্যদের সম্পত্তি বাড়ার হার অন্য দলের তুলনায় অনেকটাই বেশি বিজেপি।