বুধবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে প্রথম দশের তালিকায় দশম স্থান অধিকার করেছে কমলা গার্ল স্কুলের ছাত্রী সোমদত্তা সামন্ত। সে ছাড়া মেধাতালিকায় কলকাতা থেকে আর কারওর নাম নেই। যদিও শতাংশের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, কলকাতা কেন্দ্রিক বাংলা মাধ্যম সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের আগ্রহ জন্মানোর জন্য আমাদের আরও বেশি করে উদ্যোগ নিতে হবে। মাঝখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যদি সেন্ট জেভিয়ার্সের মতো স্কুলগুলির সঙ্গে আলোচনা করে পড়াশোনার ধরন আদান-প্রদান করা যায় তাহলে রাজ্যের সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলোর খানিকটা মানোন্নয়ন করা যাতে পারে। এবিষয়ে আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, আগামী দিনে এই উদ্যোগকে ফলপ্রসূ করা হবে।