শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দু’দফার ভোটগ্রহণ পর্ব। আজ, বৃহস্পতিবার পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উক্ত তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। যেখানে দলের শীর্ষস্তরের নেতাদের পাশাপাশি রয়েছেন দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সী প্রমুখ।
এক নজরে দেখে নেওয়া যাক তারকা প্রচারকদের নাম :
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, ডঃ মানস রঞ্জন ভুইয়াঁ, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, সিদ্দিকুল্লা চৌধুরী, দীপক অধিকারী (দেব), ডঃ শশী পাঁজা, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, মনোজ তিওয়ারি, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, মহম্মদ গোলাম রব্বানি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সী, জয়প্রকাশ মজুমদার, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস।