বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মঙ্গলবার সিলেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফলাফল নির্ধারণ হল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের মহিলা দল করে ১১৯ রান। জবাবে ৫.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান তোলে ভারতীয় দল। এর পর আর বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। ১৯ রানে জয়ী ঘোষণা করা হয় ভারতীয় দলকে। এদিন ভারতের বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই রান করতে পারেননি। ওপেনার মুরশিদা খাতুন করেন ৪৯ বলে ৪৬। ৫টি চার মারেন তিনি। রিতু মনি ১৮ বলে ২০ এবং শোভনা মোস্তারি ১৫ বলে ১৯ রান করেন। ১০ রান করেন আর এক ওপেনার দিলারা আক্তার। এছাড়া দু’অঙ্কের রান করতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটারই।
এদিন ভারতের সফলতম বোলার রাধা যাদব ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৪ রান খরচ করে ২ উইকেট দীপ্তি শর্মার। ২৪ রানে ২ উইকেট শ্রেয়াঙ্কা পাটিলের। ২১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন পূজা বস্ত্রকার। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি বর্মার (১) উইকেট হারায় ভারত। তাতে অবশ্য সমস্যা হয়নি। তিন নম্বরে নেমে দয়ালান হেমলতা দ্রুত রান তুলতে শুরু করেন। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ২৪ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ২টি ছক্কা। ২২ গজের অপর প্রান্তে ৭ বলে ৫ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মন্ধানা। বাংলাদেশের মারুফা আক্তার ১১ রানে দিয়ে ১ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন দয়ালান হেমলতা।