আসামের মানুষকে বড় প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসামে তৃণমূল প্রার্থীদের জেতালে তিনি এনআরসি হতে দেবেন না। বুধবার শিলচরে নির্বাচনে প্রচার মঞ্চ থেকে এ কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। বক্তব্যের শুরুতেই গড়গড় করে অসমিয়া এবং নাগাল্যান্ডের ভাষায় কথা বলতে শোনা যায় মমতাকে। তিনি বলেন, ‘আমি অসমিয়া ভাষা বুঝি। বলতে হয়তো খুব বেশি পারি না। কিন্তু, আমি মোদীর মতো দেখে বলি না। উনি টেলিপ্রম্পটার দেখে বলেন।’
ভোটের প্রচারে এসে মমতা বলেন, ‘ভুলে যাবেন না, আমরা সিপিএম-কে হটিয়ে জয় এনেছি। আমি রেলমন্ত্রী থাকাকালীন আসামে কামাক্ষা মন্দিরের আদলে কামাক্ষা রেলস্টেশন করেছিলাম। এই মন্দিরে আমি বারবার সকলের জন্য শুভকামনা চাইতে আসি। ঠিক যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই।
মনোরঞ্জন ভক্ত শিলচর করিমগঞ্জে আমায় প্রচারে নিয়ে আসত। আমি তখন ছাত্র রাজনীতি করতাম। লাই শাক আর ট্যাংরা মাছ কিনতেন। এগুলি অসমিয়াদের মতো বাঙালিদেরও খুব পছন্দের খাবার।’
শিলচরে মমতা বলেন, ‘আপনাদের এখানে যখন সিএএ-এনআরসি নিয়ে আন্দোলন চলছিল। ১৯ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রচুর সংখ্যক বাঙালি ছিল। সে সময় আমি আপনাদের পাশে ছিলাম। কলকাতায় রোজ মিছিল মিটিং করতাম। আমি আপনাদের আন্দোলনের কথা জানি। এখানে ৭০ শতাংশ বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম এবং ৩০ শতাংশ অসমিয়ারা যদি এক হয়ে যান তবে ওদের হারানো সম্ভব। আমাদের প্রার্থীদের যেতান। আগামী বিধানসভায় সব আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আর আমরা জিতলে NRC হবে না তুলে দেব। CAA হবে না, UCC হবে না। আজও যারা ডিলিস্টে পড়ে আছেন, তাদের ভবিষ্যৎ করে দেব। এ কথা বড় গলায় বলে গেলাম।’