সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায়, বিজেপির শিক্ষক সংগঠনের কয়েক জন সদস্যের সঙ্গে বিকাশভবনে স্মারকলিপি জমা দিচ্ছেন তিনি। তাঁর গলায় যে ফিতেয় বাঁধা পরিচয়পত্রটি ঝুলছে, তার রং গেরুয়া। এরপরেই
বারাসাত আসনে প্রবীর ঘোষকে সরিয়ে দিয়ে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয় ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে। আর শনিবারই বারাসত লোকসভা আসনের বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড ব্লক প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ও ব্যানার পড়ল। ফরওয়ার্ড ব্লককে বিজেপির কাছে কত টাকায় বিক্রি করা হয়েছে? এ প্রশ্ন উঠল পোস্টারে।
ফরওয়ার্ড ব্লক বাঁচাও কমিটি উত্তর ২৪ পরগনা জেলার নামে শনিবার সকালে বারাসতের বিভিন্ন জায়গায় বিতর্কিত ব্যানার ও পোস্টারের দেখা মিলেছে। পোস্টারের মাধ্যমে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লককে বিজেপির কাছে কত টাকায় বিক্রি করা হল? তবে ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের বক্তব্য এ কাজ বিজেপির, অন্যদিকে বিজেপির নেতারা বলছেন বামেদের কোন্দলের কারণে এমন পোস্টার পড়েছে।