আমি ভিতু নই। লড়ে বিজেপিকে ক্ষমতা থেকে সরাব। আলিপুরদুয়ারে মন্তব্য করলেন মমতা। তিনি আরও বলেন, ‘‘আলিপুরদুয়ারের জমির সমস্যা মিটিয়েছি। চা বাগানের জমির সমস্যাও ঠিক করছি। নির্বাচনের পর ফালাকাটায় আসব।
মমতা বলেন, ‘‘যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়। এখন যদি মুর্শিদাবাদে যদি হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে।’’
মমতা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী জায়গার নাম জানেন না অথচ প্রচারে এসেছেন বাংলায়। এরা দেশের মানুষের স্বাধীনতা, ধর্ম, অধিকার সব নষ্ট করে দেবে। আপনারা কি চান যে বিজেপি সব কিছু বিক্রি করে দিক?’’
আগামী শুক্রবার রাজ্যের তিন আসনে প্রথম দফার ভোট। তাই উত্তরবঙ্গের ভোট প্রচারে ঝড় তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে সোমবার উত্তরবঙ্গে জোড়া প্রচারসভা করছেন তিনি। কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে প্রচার সেরে আলিপুরদুয়ারে এলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে জনসভা করছেন মুখ্যমন্ত্রী।