দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর তার আগে জারি মোদী সরকারের এজেন্সি রাজনীতি। যেমন নববর্ষের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে হানা দিয়েছে আয়কর দফতর। অভিষেকের পর এবার রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি। তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী, তাঁরা যদি হেভিওয়েটও হন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয় নির্বাচন কমিশন নজরে রাখবে।
রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চলে। তা চালিয়েছিল আয়কর দফতর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচন কমিশনের একটি টিম তল্লাশি চালায়। যে বিষয় নিয়ে এই মুহূর্তে খোঁজ নেওয়া হচ্ছে, কোনও নেতার যানবাহনে অর্থ থাকছে কি না। তবে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনও তল্লাশি কেন হচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের।