আরও একবার বির্তকে জড়ালেন রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। শান্তিপুরে স্থানীয়দের সঙ্গে জনসংযোগের সময় এক মহিলার ক্ষোভের মুখে পড়েন জগন্নাথ। মহিলার মুখে তাঁকে গোবিন্দপুর এলাকায় দেখা যায় না শুনে তর্কে জড়িয়ে পড়েন রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নববর্ষ উপলক্ষে শান্তিপুরের গঙ্গায় স্নান করে জগন্নাথ মন্দিরে পুজো দেন বিদায়ী সাংসদ। পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত এক মহিলা জগন্নাথকে এলাকায় দেখা যায় না, এই অভিযোগ তুলে তাঁর সামনেই ক্ষোভ উগড়ে দেন। তা শুনে সাময়িক মেজাজ হারিয়ে অভিযোগকারিণীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন জগন্নাথ।
তিনি বলেন, “এলাকার অনেক জায়গায় আমি গিয়েছি। কালীবাড়ি গিয়েছি। আপনি খোঁজ রাখেন না।” মহিলা বলেন, “আমার পাড়ার লোকে বলে আপানাকে এলাকায় দেখা যায় না।” পালটা জবাবে জগন্নাথ বলেন, “তাঁরা বলেন বলে আপনিও তাঁদের সঙ্গে শামিল হবেন?” যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী।