সম্প্রতি অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ৩০টি এলাকার নতুন নামকরণ করে চতুর্থ তালিকা প্রকাশ করেছে চিন। অরুণাচল প্রদেশকে ‘জাঙ্গান’ নাম দিয়েছে তারা। এই আবহেই এবার মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, সীমান্ত সংক্রান্ত অচলাবস্থা দূর করতে ভারত ও চিন ইতিবাচক উন্নতি করেছে।
উভয়পক্ষই কূটনৈতিক ও সেনার পর্যায়ে আলোচনা চালিয়ে গিয়েছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিংয়ের বক্তব্য় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জানিয়েছিলেন বেজিংয়ের সঙ্গে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ দিল্লির কাছে, আর ধারাবাহিকভাবে যে পরিস্থিতি চলছে সীমান্তে সেটা মেটানো দরকার। নিউজ উইক ম্যাগাজিনের কাছে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দুই দেশ পরস্পরের সঙ্গে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে পারবে।