মহারাষ্ট্রে আগামী ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দফায় ভোটগ্রহণ হবে। এবার সেই ভোটের জন্য তারকা-প্রচারকদের তালিকা প্রকাশ করল বিজেপি। যা থেকে বাদ পড়েছেন ‘শিবির-বদলু’ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার এক চিঠিতে জানিয়ে দিয়েছিলেন, তারকা-প্রচারকদের মধ্যে অন্য কোনও দলের সদস্যকে রাখা যাবে না। দলের থেকেই প্রচারক নির্বাচিত করতে হবে। আর দুজনের কেউই সরাসরি বিজেপির সদস্য নন। রাজ্যে শাসক জোটের শরিক মাত্র। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৪০ জন তারকা-প্রচারকের নামের তালিকা জমা দিয়েছে।