এবার নিজের গড়ে ভোটের প্রচারে বেরিয়ে জনরোষের মুখে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর পুর এলাকার গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত জনসংযোগ করার সময় পাঁচ বারের সাংসদকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। তাতে মেজাজ হারিয়ে এক জনকে চড় কষানোর অভিযোগ উঠল অধীরের বিরুদ্ধে।
শনিবার ভোটারদের সঙ্গে জনসংযোগ চলাকালীন সাধারণ মানুষ অধীরকে ঘিরে ‘গো ব্যাক’ আওয়াজ দিতে থাকেন। বিক্ষোভের জেরে আটকে যায় বহরমপুরের কংগ্রেস প্রার্থীর গাড়ি। গাড়ি থেকে নেমে পড়েন অধীর। উপস্থিত জনতার সঙ্গে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় একজনকে হুমকি দেন তিনি। তাঁকে ধাক্কা দেন। চড়ও মারেন।
অন্য দিকে, গন্ডগোলের খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যে পুলিশ বাহিনী পৌঁছে যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে কংগ্রেস প্রার্থীকে উদ্ধার করে তারা। ইতিমধ্যে এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, জনভিত্তি হারিয়ে মেজাজ হারাচ্ছেন অধীর। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে শাসকদল।