মাঝেমধ্যেই কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে পরিবারতন্ত্র চালানোর অভিযোগ তোলে গেরুয়া শিবির। অথচ ২০২৪ লোকসভা ভোটে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ৪২৪ জনের মধ্যে ৮৭ জন রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্য।
প্রসঙ্গত, কংগ্রেসের গান্ধী পরিবারের দিকে নিশানা করে কংগ্রেসকে তোপ দেগে বিজেপি নেতারা প্রচারে পরিবারতন্ত্র নিয়ে ঝড় তুলেছেন। এদিকে, ২০২৪ লোকসভা ভোটে বিজেপির ৪২৪ জন প্রার্থীর তালিকার খতিয়ান যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, প্রতি ৫ জনের মধ্যে ১ জন প্রার্থী কোনও না কোনও রাজনৈতিক নেতার পরিবারের সদস্য। উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকরা দুটি দিক থেকে মনে করছেন যে বিজেপির তালিকায় রাজনৈতিক পরিবারের সদস্যদের থাকা কোনও সারপ্রাইজ নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিজেপি ভোটে পরিবারবাদ ইস্যুর থেকেও বেশি নজরে রেখেছে প্রার্থীর জয়ের সম্ভাবনাকে। এছাড়াও সংসদের ভাষণে মোদী নিজেই জানিয়ে দেন যে, পরিবারে বড়দের পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে আসাতে কোনও ভুল নেই। তবে রাজনৈতিক ক্ষমতা কোনও একটি পরিবারের হাতে যাওয়ার বিরোধিতা বিজেপি করছে, বলে দাবি করেছিলেন মোদী।
প্রসঙ্গত, এবারের ভোটে বিজেপির তালিকায় সুষমা স্বরাজ কন্যা বাঁসুরির মতো বেশ কিছু নেতা নেত্রীদের সন্তানরা রয়েছেন। যেমন বিজেপির প্রার্থী তালিকায় অন্ধ্র প্রদেশের ডি পুরন্দেশ্বরী রয়েছেন, যিনি তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের কন্যা। নেওয়দা থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী সিপি ঠাকুরের ছেলে বিবেক। ৬ বারের বিজেপি বিধায়ক মেয়র হেমন্তিবেন মাদামের মেয়ে পুনমবেনকেও টিকিট দিয়েছে বিজেপি। এছাড়াও কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পার ছেলে রাঘবেন্দ্রের মতো প্রার্থীরাও রয়েছেন বিজেপির তালিকায়।