দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর তার আগে রাজস্থানে ভোট প্রচারে গিয়ে তাঁর দল ক্ষমতায় এলে কী কী করতে চলেছে, তার খতিয়ান দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, সদ্য কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে দরিদ্র পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়ার প্রকল্পেরও উল্লেখ রয়েছে। সেই প্রসঙ্গে রাজস্থানের অনুপগড়ের সভা থেকে রাহুল বলেন, কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে প্রতিটি দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের একজন মহিলা সদস্যকে ১ লাখ টাকা ট্রান্সফার করবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকা ততদিন দেওয়া হবে, যতদিন না পরিবারটি দারিদ্রসীমার স্তর থেকে উপরে উঠে যায়।
রাহুলের দাবি, এইভাবে ‘এক ঝটকায় দেশ থেকে দারিদ্র্যতা মিটিয়ে দেওয়া হবে।’ কংগ্রেসের ইস্তেহারে যে সমস্ত ভোট প্রতিশ্রুতি রয়েছে, তা তুলে ধরে তিনি বলেন, ‘ভারতের প্রতিটি গরিব পরিবারে একজন মহিলাকে কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় এলে বছরে ১ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে। আপনি যদি গরিব হন, তা সে শ্রমিকই হোন বা চাষই করুন না কেন, বা ছোট কারখানায় কাজই করুন না কেন, যদি গরিব পরিবারের হন আপনি, তাহলে আপনার পরিবারে একজন মহিলাকে মাসে ৮৫০০ টাকা, বছরে ১ লাখ টাকা সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে।’ রাহুল এও জানান, ‘সেই দিন পর্যন্ত দেবে (টাকা) যে দিন পর্যন্ত আপনারা দারিদ্র্যসীমায় থাকবেন।’ তিনি বারবার বলেন যে, যদি কেউ দারিদ্র সীমার নিচে থাকেন, তাহলে তাঁর পরিবারের একজন মহিলা সদস্যের অ্যাকাউন্টে বছরে ১ লাখ টাকা আসবে। মাসে ৮৫০০ টাকা করে।