প্রথম দফার তিন কেন্দ্রের ভোটের প্রচার করতে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে তাঁর সভা রয়েছে। তার পর আলিপুরদুয়ার থেকেও রয়েছে প্রচার কর্মসূচি। কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া এবং আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিক বরাইয়ের সমর্থনে শুক্রবার প্রচার করবেন মমতা।
কিছু দিন আগে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময়েই উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দু’দিন থেকে নির্ধারিত সূচি অনুযায়ী জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় জনসভা করেন। ইদ উপলক্ষে আবার কলকাতায় ফিরেছিলেন মমতা। বৃহস্পতিবার রেড রোডে ইদের অনুষ্ঠানেও যোগ দেন। তার পর এক সপ্তাহের মধ্যে আবার উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি।
মমতা বলেন, নির্বাচন কমিশন কে বলবো নিরপেক্ষ ভাবে নির্বাচন করুন আমরা সেলুট করবো। বিজেপির কথায় দয়া করে শুনবেন না। বিচারালয়ে এমন এমন জাজমেন্ট হচ্ছে দেখেই বোঝা যায়। সকলে নয় কিছু কিছু আছে যারা বিজেপির নেতাদের মতো কথা বলছে। চাকরি খেয়ে এখন নির্বাচনে লড়াই করছে ।লজ্জাও করে না। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে কেস করলে করো, আমি গর্ববোধ করব।
বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, সব থেকে বড় চোর আপনার প্রার্থী। ওকে ধরুন। মানুষের ভাষায় শোভনীয়তা থাকা দরকা। প্রধানমন্ত্রী বক্তৃতায় কী বললেন? ২০২৬-এ চুন চুনকে সব কো অ্যারেস্ট করেঙ্গে। এই দেশ জেলখানা নয়। আগে নিজেদের লোককে ধরুন। আর সন্দেশখালি নিয়ে খেলছেন? যে যে অভিযোগ এসেছে সব সমাধান হয়েছে। বড় হোম মিনিস্টার আবার কী বলেছেন? সে বুনিয়াদপুরকে বলেছেন, বেলুড়ঘাট। নামটাও জানে না। বালুরঘাট বল অন্তত। বেলুড়ঘাট নিয়ে কী বলেছেন? উল্টে ঝুলিয়ে রেখে দেব? এই কথা বলা শোভা পায়? কাকে ঝোলাবেন? এতটা সোজা খেলা নয়। নিজেদের দেখুন প্রথমে।