দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই মুহূর্তে প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী— সব শিবিরের প্রার্থীরাই। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে গড়িয়াহাট চার মাথা মোড়ের ‘চেস ক্লাব’-এ হাজির যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী। সদস্যদের সঙ্গে কয়েক হাত দাবাও খেললেন তিনি। তবে নির্বাচনের প্রচার নয়, বরং ছবির প্রচার সারতে দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘দাবাড়ু’র পোস্টার প্রকাশ্যে এসেছে। এই ছবির প্রচারেই উপস্থিত হয়েছিলেন সায়নী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নেত্রী হিসেবে প্রচারের ফাঁকেই অভিনেত্রী হিসেবে প্রচার। পথিকৃৎ আমার বন্ধু। ওর সঙ্গে আগে কাজ করেছি। ওর কথা ভেবেই আজ আমি একটু দাবা খেলতে এলাম।’
সায়নী মনে করেন প্রত্যেক মানুষের অল্পবিস্তর দাবা খেলা উচিত। কারণ দাবা বুদ্ধির গোড়ায় শান দিতে সাহায্য করে। তাঁর কথায়, ‘লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেও লুকিয়ে রয়েছে বুদ্ধির খেলা।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নীকে জোর টক্কর দিতে পারেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সিপিএমের সৃজন ভট্টাচার্য। এ নিয়ে প্রশ্ন করা হলে সায়নীর জবাব, সামনের রাখা বোর্ডের ৬৪ খোপে তিনি যাদবপুরের বিরোধী প্রতিপক্ষদের কোথায় দেখতে পাচ্ছেন? সায়নী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হেসে জবাব দিলেন, ‘অনির্বাণ বোর্ডে নেই। আর সৃজন বাড়িতে বিশ্রাম করছে।’