জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচারপর্ব। আজ জনসংযোগ সারলেন মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পুলিশের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। এদিন পুরাতন মালদহ শহরে প্রচার করেন তিনি। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উঠোন বৈঠকে অংশ নেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। শহরের ৮ নম্বর ওয়ার্ডে কীর্তনেও সামিল হন। খিচুড়ি রাঁধতেও নেমে পড়েন। ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল-সহ অন্যান্যদের নিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন প্রসূন। আগামীতে সংশ্লিষ্ট কেন্দ্রে জয়ী হলে, তাঁর কাছ থেকে বাসিন্দাদের কাজ বুঝে নেওয়ার আশ্বাস দেন প্রার্থী।
পাশাপাশি তিনি বলেন, সাংসদ কোনও কাজ করেননি। শহরের মানুষকে সেটাই বলছেন তিনি। সব ওয়ার্ডে কাজ করবেন বলেও জানান তিনি। বিজেপির মতো আটকে রাখার রাজনীতি করেন না বলেও জানান তিনি। তিনি জিতলে নিজেই মানুষকে কাজ বুঝে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।