প্রায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটযুদ্ধের আবহে সরগরম দেশের রাজনীতির আবহ। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও চিত্রটা একই। ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রচার। এদিন দলীয় কর্মীদের ভোকাল টনিক দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার গত বিধানসভা নির্বাচনের ফলাফল মনে করিয়ে দিলেন তিনি। মঙ্গলবার দুপুরে গঙ্গাজলঘাটির কর্মীসভা করেন সুজাতা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়ার বিধায়ক তথা দলের চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায়, জেলা পরিষদের দলনেতা প্রদীপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন কর্মিসভায়। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সুজাতা বলেন, “দলের সঙ্গে কেউ গদ্দারি করবেন না। উপর থেকে নজরদারি চলছে।” বড়জোড়া বাদ দিয়ে একুশের বিধানসভা নির্বাচনে ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী কেন্দ্রে বিজেপি জিতেছিল। পঞ্চায়েত নির্বাচনে অবশ্য ঘুরে দাঁড়ালেও, লোকসভা নির্বাচনেও এই আসনগুলিতে জেতার ডাক দিচ্ছেন সুজাতা। দলের কর্মীদের উপরই আস্থা তাঁর।
প্রসঙ্গত, এদিন গঙ্গাজলঘাটির বৈঠকে ব্লকের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের সুজাতা বলেন, “বিষ্ণুপুর লোকসভাটা জিতলে আগামী দিনে বিধানসভাগুলিও জিতবেন। লোকসভা নির্বাচনে জিততেই হবে।” এদিন নাম না করেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে সুজাতা বলেন, “বিজেপি প্রার্থী নাকি চারিদিকে বলে বেড়াচ্ছেন তৃণমূলের লোকজন বিক্রি হওয়ার জন্য বসে আছে। কিন্তু, উনি জানেন না তাঁর পিছনে ভিজিলেন্স টিম কাজ করছে। উনি কী করছেন বা তাঁর কাছে কারা কারা যাচ্ছে, তার উপর দল কড়া নজর রাখছে। তাই ভুল করবেন না। দলের সঙ্গে গদ্দারি করবেন না।” পাশাপাশি, সুজাতা বাড়ির বোন হিসেবে দলের কর্মীদের কাছে নিজেকে তুলে ধরেন। তাঁকে ভোটে জেতানোর আহ্বানও জানান। কর্মীদের গভীর জনসংযোগের বার্তাও দেন তৃণমূল প্রার্থী।