বুধবার কলকাতা হাই কোর্ট সন্দেশখালিতে মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর জুলুমবাজির অভিযোগগুলি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর তারপরই এদিন সিবিআইকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ট্র্যাফিক পুলিশের মতো মানুষ সিবিআইকেও আর মানে না!
বৃহস্পতিবার সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়।’ তার পরেই পদ্মশিবিরকে নিশানা করে তাঁর সংযোজন, ‘এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।’