কার্যত দুয়ারে লোকসভা নির্বাচন। তবুও মাথাব্যথার শেষ নেই পদ্মশিবিরের অন্দরে। ভোটের মুখে মতুয়া গড়ে কোন্দল আরও ঘনীভূত হল। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের তিন আসনে আলাদা প্রার্থী দিচ্ছে মতুয়ারা। তাদের সংগঠন ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’ বারাসত, বনগাঁ এবং কৃষ্ণনগর-এই তিন আসনে প্রার্থী দিচ্ছে। যার ফলে বিজেপির চিন্তা বাড়বে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
উল্লেখ্য, পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সংগঠন। সংগঠনের অভিযোগ, রাজ্যে মতুয়া ও অন্যান্য় জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাদের কথা ভাবাই হয়নি কখনও। তাই এবার রাজ্যের তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সেখানে যাকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়ায় আর ঝুঁকি নেয়নি তারা।