এবার ভোট প্রচারে এসে ব্যাট হাতে নিয়ে এলাকার যুবকদের সঙ্গে ক্রিকেট খেললেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। দক্ষিণ বারাসতের বেলিয়া ডাঙ্গা নেতাজিপল্লী বিবেকানন্দ সমিতি এলাকায় এলাকার বিধায়ক বিশ্বনাথ দাস-সহ স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা।
পাড়ায় পাড়ায় প্রচারের পাশাপাশি তিনি এলাকায় খেলায় মগ্ন যুবকদের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে ছক্কা মারার চেষ্টাও করলেন। এদিন এলাকার মহিলারা তাঁদের প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান। ভোটপ্রচারে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, লক্ষীর ভাণ্ডার-সহ মাননীয়া মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পে সারা পশ্চিমবঙ্গের মানুষ খুশি।