মরিয়া দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি হাইকোর্টে খারিজ হয়েছে তাঁর আবেদন। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। আবগারি নীতি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। তবে তাঁর দাবি, এই গ্রেফতারি বেআইনি। আম আদমি পার্টির তরফেও এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসার তকমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লী হাইকোর্টের তরফে কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলে জানানো হয়েছে। হাইকোর্টে আর্জি খারিজ হওয়ার পরই এবার সুপ্রিম কোর্টে গ্রেফতারির বিরোধিতা করে আর্জি জানাতে চলেছেন কেজরি। জানা গিয়েছে, আম আদমি পার্টির তরফে আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই আবেদন করবে এবং শুনানির আর্জি জানাবে জরুরি ভিত্তিতে।