মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে দেখা যায়, বিজেপির শিক্ষক সংগঠনের কয়েক জন সদস্যের সঙ্গে বিকাশভবনে স্মারকলিপি জমা দিচ্ছেন তিনি। ছবিতে দেখা যায়, তাঁর গলায় যে ফিতেয় বাঁধা পরিচয়পত্রটি ঝুলছে, তার রং গেরুয়া। এরপরেই বারাসতের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে, যে বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি! যার ফলে স্বাভাবিকভাবেই ‘অস্বস্তিতে’ পড়েছে বামেরা।
প্রবীরের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। এমনকি, বিজেপির শিক্ষক সেলের হয়ে বিকাশভবনে স্মারকলিপিও জমা দিতে গিয়েছিলেন তিনি। এরপরেই বারাসতে বাম মনোনীত প্রার্থী বদলের জল্পনা তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লকের তরফে জানানো হয়েছে, অন্যায়ের সঙ্গে কোনও রকম আপস করতে রাজি নন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্য ফরওয়ার্ড ব্লকের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘প্রার্থী সম্পর্কে আমরা একটা অভিযোগ পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি কোনও অন্যায়ের সঙ্গে আপস করবে না। এই নিয়ে ফরওয়ার্ড ব্লক উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’