লোকসভা ভোটের আগে পাহাড়ে ক্রমশই বিজেপির চিন্তা বাড়াচ্ছেন কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবং অন্যজন গোর্খা জনমুক্তি মোর্চার নেত্রী বন্দনা রাই। বিষ্ণুপ্রসাদ আবার কাকতালীয়ভাবে প্রতীক পেয়েছেন ‘সেফটিপিন’ এবং বন্দনা রাই ‘ডোর বেল’। ফলে সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হওয়ার পর দেখা গিয়েছে ওই দুই প্রার্থী-সহ এবার দার্জিলিং লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১৪ জন।
প্রতীক পাওয়ার পর নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা তোপ দাগেন দার্জিলিং আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। মঙ্গলবার তিনি বলেন, ‘এবার সেফটিপিন দিয়ে বিজেপির ফানুস চুপসে ছাড়ব। রাজু বিস্তার দুর্নীতি হবে আমার প্রচারের মূল বিষয়।’ অন্যদিকে, আরেক নির্দল প্রার্থী বন্দনা রাই বিজেপিকে নিশানা করে বলেন, ‘গোর্খাল্যান্ডের নাম করে ভোট নিয়ে হাত ধুয়ে ফেলা এবার আর হবে না। সেটা ডোর বেল বাজিয়ে সবাইকে বলব।’
উল্লেখ্য, বিষ্ণুপ্রসাদ কার্শিয়াং বিধানসভা তো বটেই, দার্জিলিং বিধানসভা এলাকা থেকেও ভোট কাটতে পারেন। তিনি যে ভোট পাবেন সেটা বিজেপির ঘর থেকে যাবে। অন্যদিকে, বন্দনা রাই গোর্খা জনমুক্তি মোর্চার জনপ্রিয় নেত্রী। পাহাড়ে তিনি যে ভোট পাবেন সেটাও বিজেপির জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার হাতছাড়া হয়ে যাবে। ফলে এই দুই কাঁটায় বিদ্ধ হয়ে বিজেপির ভোট হারানোর সম্ভাবনা বাড়ছে।