ভোটের আগে ফের রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করছে মোদী সরকার? উঠছে তেমনই প্রশ্ন মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি হর্ষ নেওটিয়া। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান ইডির দফতরে। ইডির তলবের পরেই তিনি উপস্থিত হয়েছেন এখানে, সাংবাদিকদের এমনই জানিয়েছেন হর্ষ।
উল্লেখ্য, কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে তা জানা যায়নি এখনও। হর্ষ নেওটিয়া নিজেও জানিয়েছেন, ইডির দফতর থেকে বেরিয়ে সবিস্তারে সবটা জানাবেন তিনি।