সাম্প্রতিককালে ভারতের সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই নিয়ে আন্দোলন হয়েছে। রাস্তায় নেমে হাজার হাজার যুবক কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। হিংসা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে। এবার ৬ মাসের প্রশিক্ষণ পাওয়া অগ্নিবীররা চিনা সেনার মোকাবিলা করতে পারবে না বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা করে সেনা নিজে। কংগ্রেস ক্ষমতায় এলে এই নিয়োগ প্রকল্পকে বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন রাহুল।
রাহুলের দাবি, অগ্নিবীর প্রকল্পের অধীনে থাকা সেনা জওয়ানরা পেনশন পাবেন না, ক্যান্টিনের সুবিধা পাবেন না, এমনকী শহিদের মর্যাদাও পাবেন না। এদিকে সেনার ‘এক ব়্যাঙ্ক, এক পেনশন’ স্কিমে যে ‘সমস্যা’ রয়েছে, তাও মেটানোর প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রতিবন্ধী পেনশন পুনরায় চালু করে তা করমুক্ত করার বিষয় নিয়েও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এর আগে কংগ্রেস দাবি করে, ক্ষমতায় এলে ‘শুধু বুক না বাজিয়ে’ উত্তর ভারতে সীমান্তের আগের অবস্থা ফিরিয়ে আনবে কংগ্রেস। এদিকে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধিরও প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এরই সঙ্গে একটি জাতীয় সুরক্ষা কৌশল তৈরির কথা বলে কংগ্রেস। এদিকে জাতীয় সুরক্ষা কাউন্সিল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অফিসকে সংসদীয় কমিটির পর্যবেক্ষণে আনার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।