তৃণমূলের তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছে, একজন অফিসারের বাড়িতে গিয়ে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন কোন কোন রাজ্যের শাসক দলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে। এনআইএ কর্তার সঙ্গে বিজেপি নেতার বৈঠকের অভিযোগের মাঝেই এবার ফের বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, বিজেপির সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠতেই তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে এনআইএ এসপি ধনরাম সিংকে। কুণাল দাবি করেছেন, ইতিমধ্যেই দিল্লির বিমানে উঠেও গিয়েছেন তিনি। তাঁর জায়গায় আসছেন পাটনার আইপিএস রাকেশ রোশন। বিতর্কিত মামলাটি এবার থেকে নাকি তিনি দেখবেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তেমনটাই দাবি করেছেন কুণাল।
প্রসঙ্গত, সম্প্রতি এনআইএ কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত পৌঁছেছে তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সংসদ ভবনের অদূরে নির্বাচন কমিশনের বাইরে তপ্ত রয়েছে রাজধানীর রাজপথ। ধরনা অবস্থানে ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের দেড় ঘণ্টা রাস্তায় ঘুরিয়ে দিল্লির মন্দিরমার্গ থানায় নিয়ে গিয়েছে। সেখানেও ধরনা করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। আজও প্রতিবাদে মন্দিরমার্গ থানার বাইরে ধরনায় বসেছেন তাঁরা।