ঠাকুর বাড়িতে তুমুল অশান্তি। রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বড়মার ঘরের তালা ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তৃণমূলের তরফে X হ্যান্ডেলে ভাঙচুরের ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওয় দেখা গিয়েছে, একটি হাতুড়ি দিয়ে কোলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছেন শান্তনু ঠাকুর। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আরও অনেকেই তাঁকে দরজাটি ভাঙতে সাহায্য করছে। তৃণমূলের অভিযোগ, মমতাবালা ঠাকুরের বাড়িতে চড়াও হওয়া সকলের হাতেই রয়েছে ধারালো অস্ত্রশস্ত্রও। অভিযোগ, বড়মা বীণাপানি দেবীর ঘর দখল করতেই হামলা শান্তনুর। দরজা ভেঙে ঘর দখল করে আপাতত ভিতরে বসে রয়েছেন শান্তনু ঠাকুর, তাঁর ভাই-সহ পরিবারের লোকজনেরা।
বড়মা বীণাপানি দেবীর প্রয়াণের পর থেকে ঠাকুরবাড়ির রাশ কার হাতে থাকবে, তা নিয়ে সংঘাত রয়েছে। সম্প্রতি মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে সংঘাত প্রকাশ্যে আসে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, বেআইনিভাবে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন শান্তনু ঠাকুর। থানায় অভিযোগ দায়ের করেন। তার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ।