যে এমপি পাঁচ বছরে জিরো, কোনও কাজ করেনি ভাষণ দেওয়া ছাড়া, তাঁকে এবার বিদায় দিন। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে গিয়ে তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘যে এমপি পাঁচ বছরে জিরো, কোনও কাজ করেনি ভাষণ দেওয়া ছাড়া, তাঁকে এবার বিদায় দিন৷’ সুকান্ত মজুমদারকে কুশান্ত বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷
এদিন তৃণমূল প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করেন মমতা৷ এবারও ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার৷ মুখ্যমন্ত্রী এদিন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করারও অভিযোগ এনেছেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ করে বলছি সুকান্তবাবু ও গদ্দারকে, আপনারা বাংলার টাকা বন্ধ করে দিয়েছেন। আপনারা উত্তরবঙ্গকে ভালবাসেন না, দক্ষিণবঙ্গকেও ভালবাসেন না।’ মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানেও উদ্যোগী হননি সুকান্ত৷