হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ‘কফি উইথ করণ’ -এ মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করা দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল নিঃশর্ত ক্ষমা চাইলেন ভারতীয় বোর্ডের কাছে। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। বোর্ড তবু নিজের একরোখা মনোভাব ধরে রাখল।
অস্ট্রেলিয়া থেকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে৷ বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়া দুই ভারতীয় ক্রিকেটারকে। তাঁদের নতুন শোকজ নোটিসের জবাবও দিতে বলা হয়েছিল দ্বিতীয়বারের জন্য ৭ দিনের মধ্যে। এত সময় নেননি পান্ডিয়া ও রাহুল। বিসিসিআই সূত্রে জানা গেছে, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এই দুই ক্রিকেটার। তারপরই কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) প্রধান বিনোদ রাই বোর্ডের সিইও রাহুল জোহরিকে নির্দেশ দিয়েছেন বিসিসিআইয়ের নতুন সংবিধানের ৪১ (সি) ধারা অনুযায়ী তদন্ত করতে। আবার এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের ১০টি রাজ্য ইউনিট দাবি তুলেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ সাধারণসভা ডেকে নিয়োগ করা হোক অম্বুডসম্যান, তারপর তদন্ত করুন তিনিই।
এই মর্মে অনুরোধ গেছে বোর্ডের কার্যকরী সচিব সি কে খান্নার কাছে। কীভাবে তদন্ত হবে, তা নিয়েই মতপার্থক্য ফুটে উঠছে। সিওএ–র সদস্য ডায়না এডুলজির ইচ্ছে ছিল, সিওএ এবং বিসিসিআই পদাধিকারীরা যৌথভাবে এই তদন্ত করুন এবং তদন্ত নিয়ে যেন তাড়াহুড়ো না করা হয়। অন্যদিকে, ডায়না এডুলজিকে ই–মেল করে বিনোদ রাই লিখেছেন, দুই ক্রিকেটারকে নিশ্চয়ই ভর্ৎসনা করা হবে, শোধরানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু দেখতে হবে, তাঁদের ক্রিকেট কেরিয়ার যেন শেষ হয়ে না যায়। তদন্তের জন্য অম্বুডসম্যান নিয়োগের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনোদ রাই।