বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। আর তারপরই সময় নষ্ট না করে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। শুক্রবার ছিল তৃণমূলের এই তারকা প্রার্থীর প্রথম রোড-শো। আর তাতেই কার্যত জনজোয়ার লক্ষ্য করা গেল। মহিলা ঢাকি, রণপা, ধামসা-মাদল সহযোগে সায়ন্তিকার বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শুক্রবার গোপাললাল ঠাকুর রোডের দু’পাশে ভিড় উপচে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে আসেন আট থেকে আশি, সকলেই। বাড়ির ছাদ থেকেও এক ঝলক প্রার্থীকে দেখতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
পাকা রাজনীতিবিদদের মতোই কাউকে হতাশ করেনি সায়ন্তিকা। হাসি মুখে কারও দিকে হাত নেড়েছেন, কাউকে নমস্কার করে ভোট চেয়েছেন। তাঁর সঙ্গে প্রচারে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ও। রাস্তার মোড়ে মোড়ে তৃণমূল কর্মীরা হুডখোলা গাড়িতে থাকা দুই দলীয় প্রার্থী সায়ন্তিকা ও সৌগত রায়কে ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানান। সায়ন্তিকা বলেন, ঐতিহাসিক বরানগরের মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি বাড়ির মেয়ের মতো পাশে থেকে সকলের সেবা করতে চাই। আশা করি, মানুষ আমাকে সেই সুযোগ দেবেন।